ক) সাধারণ জ্ঞান (General Knowledge)
১। বি এন সি সি কোন মন্ত্রনালয়ের অধীনে?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রনালয়।
২। বি এন সি সি’র মূলমন্ত্র কয়টি?
উত্তর: ৩ টি।
৩। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সেনা শাখায় সর্বমোট কতটি ব্যাটালিয়ন আছে?
উত্তর: ২৫ টি।
৪। সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর: ২১ নভেম্বর।
৫। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ১ নং সেক্টরের অধীনে।
৬। দুর্যোগ কত প্রকার ও কি কি?
উত্তর: দুর্যোগ ২ প্রকার। যথা:
(ক) মানবসৃষ্ট
(খ) প্রাকৃতিক
৭। BMA এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Military Academy
৮। GPA- এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Grade Point Average
৯। বর্তমান মহাপরিচালক মহোদয়ের নাম কি?
উত্তর: বিএ-৪৬৫০ ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, এনডিসি, পিএসসি। (বি:দ্র: এই তথ্য পরিবর্তিত হতে পারে।)
১০। কর্ণফুলী রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডার মহোদয়ের নাম কী?
উত্তর: লেঃ কর্ণেল মোহাম্মদ লোকমান হোসেন, এএসসি। (বি:দ্র: : এই তথ্য পরিবর্তিত হতে পারে।)
১১। ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট এর নাম কি?
উত্তর: মেজর মোঃ রফিকুল হাসান রাফি, পদাতিক। (বি:দ্র: : এই তথ্য পরিবর্তিত হতে পারে।)
১২। তুমি কত ব্যাটালিয়নের কোন কোম্পানীর ক্যাডেট?
উত্তর: (এখানে ক্যাডেট তার নিজ ব্যাটালিয়ন ও কোম্পানীর নাম উল্লেখ করবে)।
খ) ফিল্ডক্র্যাফট ও রণকৌশল (Fieldcraft & Tactics)
১। সঠিক দূরত্ব নির্ণয়ের পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তর: সঠিক দূরত্ব নির্ণয়ের পদ্ধতি ৫টি। যথা:
(ক) একক মাত্রা পদ্ধতি
(খ) আকৃতি পদ্ধতি
(গ) দৃষ্টি পরিবর্তন পদ্ধতি
(ঘ) ফ্রন্ট সাইট টিপ পদ্ধতি
(ঙ) শব্দের দ্বারা দূরত্ব নির্ণয় পদ্ধতি
২। জটিল পদ্ধতিতে লক্ষ্যবস্তু দেখানোর পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তর: ৫টি। যথা:
(ক) সাহায্যকারী চিহ্ন
(খ) ঘড়ির সাহায্য
(গ) ডিগ্রীর সাহায্যে (হাতের আঙ্গুলের সাহায্যে)
(ঘ) ট্রেসার ফায়ারের সাহায্যে
(ঙ) পয়েন্টার স্টাফের সাহায্যে
৩। ছদ্মবেশ ও গোপনীয়তার নীতিমালা কয়টি ও কি কি?
উত্তর: ছদ্মবেশ ও গোপনীয়তার নীতিমালা ২টি। যথা:
(ক) আকৃতিকে বিকৃতি করা
(খ) উজ্জ্বলতাকে ধ্বংস করা
৪। চাল কত প্রকার ও কি কি?
উত্তর: চাল ৪ প্রকার। যথা:
(ক) গড়ানো চাল
(খ) চিতা চাল
(গ) হাঁটা চাল
(ঘ) বানর চাল
৫। দিক নির্ণয়ের উপাদানগুলো কি কি?
উত্তর:
(ক) সূর্যের সাহায্যে
(খ) মসজিদের সাহায্যে
(গ) মুসলমানদের কবরের সাহায্যে
(ঘ) কম্পাসের সাহায্যে
(ঙ) ধ্রুব তারার সাহায্যে
৬। হাতের আঙ্গুলের সাহায্যে ডিগ্রী নির্ণয়:
- তর্জনী আঙ্গুল হতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত: ৮ ডিগ্রী
- তর্জনী আঙ্গুল হতে মধ্যমা আঙ্গুল পর্যন্ত: ৩ ডিগ্রী
- মধ্যমা আঙ্গুল হতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত: ৫ ডিগ্রী

Leave a comment